Wednesday, October 14, 2020

ফ্রিল্যান্সিং এর সম্পুর্ন গইডলাইন


ফ্রিল্যান্সিং হলো কোন কোম্পানির আওতায় কাজ না করে চুক্তির ভিত্তিতে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান নের কাজ করে দেওয়া।

ফ্রিল্যান্সিং কিভাবে করবেন?

ফ্রিল্যান্সিং  করতে চাইলে আপনাকে প্রথমে মাইন্ড সেটআপ করতে হবে। কারন এটি কোন চাকরি না।  এই পেশায় আপনি নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না। এই পেশায় আপনি কোন মাসে বেশি ইনকাম করতে পারলেও অন্য মাসে কমে যেতে পারে।  প্রথম অবস্তায় আপনি অনেক পরিমান আয় করতে পারবেন না। আর আমাদের এই দেশে যথাযথ গাইডলাইন এর অভাবে অনেক নতুন ফ্রিল্যান্সার এ তাদের লক্ষ পুরন করতে পারেনা।  ফ্রিল্যান্সিং করার আগে ৪ টা গুরুত্বপূর্ণ ধাপ আপনাকে পার করতে হবে।

১. ফ্রিল্যান্সিং কাজ টি বুঝাঃ 

একটা কথা আছে "পরিকল্পনা ই একটি কাজের ৫০% "। আপনাকে প্রথমে কাজটি কি ভাবে করে তার উপর একটা বেসিক একটা ধারণা থাকতে হবে। আপনি কাজ না বুঝলে কিছু ই করতে পারবেন না। তাই কাজ টি করার আগে কাজটি কি ভাবে করে ও কাজ টিতে কি কি সুযোগ সুবিধা আছে তা জানতে হবে 

২.ফ্রিল্যান্সিং কাজটা শিখাঃ

কাজ টা বুঝার পর আপনাকে কাজ টা শিখতে হবে। তবে এই ক্ষেত্রে অনেকেই ভুল করে।  কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এ ১২০০+ কাজ রয়েছে আপনি চাইলে ও সব কাজ করতে পারবেন না। আপনাকে প্রথমে একটা কাজ দিয়ে শুরু করতে হবে।  তবে বাংলাদেশের বিখ্যাত ফ্রিল্যান্সার নাসিম বলেছেন " যেহেতু  আপনি ফ্রিল্যান্সিং নিয়ে জীবিকা নির্বাহ করতে চাচ্ছেন তাই আপনি শিখার সময় এমন একটা কাজ শিখা দরকার যার চাহিদা বেশি ও মূল্য বেশি। তবে আপনি যে কাজ টার প্রতি আগ্রহি ওই কাজ টা ই শিখুন।  লেগে থাকূন।  সফলতা পাবেন ই।  শিখার সময় আপনি বিভিন্ন মাধ্যমে শিখতে পারেন।  বর্তমানে ইউটিউব বা গুগল এ অসংখ্য বাংলাতে কন্টেন্ট আছে।  আপনি যে বিষয়ের উপর কাজ করতে চান ওউ বিষয় নিয়ে অনলাইন থেকে ই শিখতে পারেন।  তবে ইউটিউব না গুগল এ আপনি সাজানো কন্টেন্ট নাও পেতে পারেন।  তাই  যারা অনলাইন এ ফ্রিল্যান্সিং শিখতে চায় তাদের জন্য সুখবর লিয়ে আসল বাংলাদেশের ১ নাম্বার অন  লাইন লার্নিং সাইট "MSB Academy "।  আপনি এই সাইট ই ফ্রিল্যান্সিং এর কাজ এর বিষয়ে A-Z জানতে পারবেন।  এই সাইট আপনাকে দিচ্ছে লাইফ সাপোর্টে। এছাড়া বিশাল পরিমান ছাড় এ শিখার সুযোগ।  MSB Academy  এর সার্ভিস সমূহ সম্পর্কে জানতে চাইলে এই লিক্ন এ ক্লিক করুmsbacademy.com/all-courses/ref/845

৩. ফ্রিল্যান্সিং কাজ টা অনুশীলন করাঃ  ফ্রিল্যান্সিং কাজ টা করার আগে নতুন রা অনেক বড় ভুল করে ফেলে।  অনেকেই কাজ টা যথাযথ  অনূশীলন না করে কাজ করার জন্য হাত বাড়িয়ে দেয়। এটা মোটেও ভালো না। কারন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এ দক্ষ ফ্রিল্যান্সার এর অভাব নাই।  আপনি কাজের জন্য  আবেদন করে কাজ পেয়ে গেলে হয়তো পেয়ে যেতে পারেন।  কিন্তু আপনি অদূর ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন না। কারব আপবার বায়ার যদি দেখে আপনি বেশী দক্ষতার সাথে কাজ টা করতে পারেন নাই তাহলে আপনি আর পরবর্তি তে আর ওই ব্যাক্তির কাছ থেকে কাজ পাওয়ার আশা করতে পারবেন না। এছাড়া ওই বায়ার যদি আপনার একাউন্ট এ রিপোর্ট দেয় তাহলে আপনার ফ্রিল্যান্সার একাউন্ট ব্লক হয়ে যাবে।  আর একাউন্ট ব্লক হলে আর আপনি নতুন একাউন্ট খুলতে পারবেন না ।  তাই সাবধান।  আপনি কাজ টা ভালো করে আয়ত্ত করে ফ্রিল্যান্সিং শুরু করুন।

৪.কাজের জন্য যথাযথ ভাবে আবেদন করাঃ

কাজ শিখা আর অনূশিলন এর পর আপনার জন্য সর্বশেষ এবংং গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক জায়গায় আবেদন করা। এই ক্ষেত্রে নতুন রা ভুল করে থাকে। অনেকেই কাজ পারা সত্তেও কাজ না পেয়ে হতাশ হয়ে যায়। আপনি যেহেতু আন্তর্জাতিক মার্কেট প্লেস এ কাজ  কাজ করছেন তাই আপনাকে সকল ডকুমেন্টস যোগাড় করে কাজ এর জন্য আবেদন করা উচিত।  কোন প্রকার ভুল তথ্য দিবেন না।  আর আপনার কাজের দক্ষতা সুন্দর ভাবে ফুটিয়ে তুলুন। তা হলে আপনার কাজ পাওয়ার পরিমাণ বেশি হবে।  আর আপনি কিভাবে আপনার পোর্টফলিও রেডি করবেন তার জন্য ও ইউটিউব কিংবা গুগল এ অসংখ্য কন্টেন্ট আছে।  দেখে দেখে রেডি করুন।  তার পার ও আপনি প্রফেনাল দের সাহায্য চাইলে এই লিক্ন এ ক্লিক mকরুনঃmsbacademy.com/all-courses/ref/845



1 comment:

Comments System

Disqus Shortname

Powered by Blogger.